
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রামগঞ্জে ইসরায়েলী পন্য যে দোকানে পাওয়া যাবে সে দোকানকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করে মাইকিং করা হয়েছে। আজ সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত সাধারণ জনগণের ব্যানারে বেশ কয়েকটি মাইকে এ মাইকিং করা হয়।
আবদুর রহিম নামের মাইকিং করা এক যুবক জানান ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সর্বস্তরের জনগনের পক্ষ হতে এ মাইকিং করা হচ্ছে। এর আগে সকাল ১১টায় ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে হাজার হাজার মুসলমান নারী শিশু ও সাধারণ নিরীহ মানুষকে হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রামগঞ্জে কয়েক হাজার জনগন বিক্ষোভ প্রদর্শন করে এবং ইসরাইলি পন্য বর্জনের আহবান জানান। শহরের সিটি প্লাজা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রামগঞ্জ শহর ট্রাফিক পুলিশ বক্স চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ইসরাইলি সব ধরনের পন্য বয়কটের আহবান করেন। এবং শহরে মাইকিং এর ব্যবস্থা করেন।