
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর,
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণ “নিজ নিজ পরিবেশ পরিস্কার রাখুন- ডেঙ্গু মুক্ত থাকুন’’ ব্যানারে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাছ বাজার এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, রামগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির, ব্র্যাক রামগঞ্জ শাখার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা এস.এম.এ লাবির, ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শুভঙ্কর চন্দ্র সূত্রধর ও স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরা।