মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
তারুণ্যের উৎসব ২০২৫- উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শনিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাসার- রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দিদারুল আলম- এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনোয়ার হোসেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম- যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পিন্টু- উপজেলা জামায়াতের আমির মোঃ নাজমুল হাসান পাটোয়ারী- পৌর জামায়াতের আমির মোঃ হাসান বান্না
উপজেলা বিএনপির সদস্য জি এস আবুল কাসেম- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামগঞ্জের সমন্বয়ক মোঃ রেদোয়ান সালেহীন নাঈম প্রমূখ। বক্তারা বলেন গত ১৭ বছর আমরা এই মাঠে আসতে পারিনি- খেলাধুলার কথা তো কল্পনাই করা যেত না।
আমরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন সাহেবকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এই টুর্নামেন্টের উদ্যোক্তা সাংবাদিক মাহমুদ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং যুব সমাজকে বিপথগামী হতে ফিরে এনে খেলাধুলা ও সংস্কৃতি মনা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
উল্লেখ্য যে উক্ত টুর্নামেন্টে উপজেলার ১০ টি ইউনিয়নের ১০ টি টিম ও পৌরসভার একটি টিম সহ মোট ১১টি টিম অংশগ্রহন করছে। উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে ভাদুর ইউনিয়ন নোয়াগাঁও ইউনিয়নকে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।