
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভক্ত বিএনপির সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ দিন থেকেই লক্ষ্মীপুর-১ রামগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম ও ঢাকা দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ হারুনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল সেই থেকে রামগঞ্জ উপজেলার বিএনপি নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে
দুই প্রার্থীর পক্ষে পৃথক পৃথকভাবে প্রচারণা চালায়। অবশেষে গতকাল সোমবার ২৯ ডিসেম্বর রাতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষ্যে সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানান। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রহিম ভিপি, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশসহ সহস্ত্রাধিক নেতাকর্মী। মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে দ্বন্দ্ব ভুলে তাকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার জন্য রামগঞ্জের বিএনপি সহ অংঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমান প্রনীত ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।















