
ইসমাইল ইমন, চট্টগ্রাম:
চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা মজলুম ও ক্ষুধার্ত গাজাবাসীর পাশে দাঁড়াতে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া’র অর্থায়নে এই মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আশ ফাউন্ডেশনের “Emergency Distribution for The People of Gaza” শীর্ষক জরুরি প্রকল্পের আওতায় এই রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের তত্ত্বাবধানে এসব খাদ্য সহায়তা যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজার সংকটাপন্ন জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অসহায় মানুষগুলোর জন্য এই উদ্যোগ একটুখানি স্বস্তি ও বেঁচে থাকার আশার আলো হয়ে উঠেছে।
বর্তমানে গাজাবাসী ভয়াবহ যুদ্ধ, দীর্ঘস্থায়ী অবরোধ এবং প্রশাসনিক বিভক্তির মধ্য দিয়ে জীবনযাপন করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যমতে, যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিশু মৃত্যুর হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খাদ্য, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের চরম সংকটে মানবেতর জীবন যাপন করছে গাজার মানুষ।
এই ভয়াবহ বাস্তবতায় গাজাবাসীর ন্যূনতম মৌলিক অধিকার রক্ষা এবং বেঁচে থাকার সংগ্রামে সহায়তা করতে আশ ফাউন্ডেশন রান্না করা খাবার বিতরণসহ বিভিন্ন জরুরি মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।
আশ ফাউন্ডেশন চলমান ও ভবিষ্যৎ জরুরি মানবিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের সকল হৃদয়বান মানুষ ও দাতা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গাজার এই ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করা সম্ভব।

























