
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে গাংনীতে বিভিন্ন ইটভাটায় চাঁদা চাওয়ায় তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সেই সাথে ১৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এরা হচ্ছে- গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কুদ্দুসের ছেলে বিদ্যুত, তাহাজ উদ্দীনের ছেলে ইংরেজ ও দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জাফর আলীর ছেলে জিয়াউল হক।
আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়ছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,
আটককৃতরা বেশ কিছুদিন বিভিন্ন ইটভাটায় চাঁদা চেয়ে তাদের মোবাইল ফোন নম্বর দিয়ে আসে এবং আতংক ছড়ানোর জন্য বোমা বিষ্ফোরণ ঘটায়। মোবাইল ফোনের সুত্র ধরে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে এরা চাঁদা দাবীর কথা স্বীকার করেছে।
ইংরেজ ও বিদ্যুতের নামে চাদাঁবাজের ৬ টি মামলা রয়েছে।