
সীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করলো থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া নামক এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
তথ্য মতে জানা যায়, গত সোমবার (১৭ নভেম্বর) দিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার কোনো খুজ মেলেনি। দুইদিন পর তার মরদেহ ধেরুয়া নামক এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। এরপর পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তার পরিচয় পাওয়া যায়।
নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার পিতা: ঠান্ডু এর মেয়ে শ্যামলী (৬০)।
এব্যাপারে মির্জাপুর দেওহাটা ফাড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

























