
অরবিন্দ রায়,
টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহা ( আরপি সাহার) জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহার) ১২৯ তম জন্ম জয়ন্তী শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তার নিজ গ্রাম মির্জাপুর রণদা নাট মন্দির প্রাঙ্গনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, প্রদীপ প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবি ব্যারিষ্টারা নিহাদ কবির। অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কুমুদিনী কল্যাণ সংস্থার কর্নধার (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা।
নাট মন্দিরের সভাপতি ডা. প্রদীপ কুমার রায়ের সভাপপতিত্বে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, শ্রী মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, উপপরিচালক (জিএম) অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল ও মেট্রনসহ শিক্ষক, কুমুদিনী পরিবারের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলেল নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, আরপি সাহা মির্জাপুর ও দেশের জনসাধারনের সেবার জন্য গড়ে তুলেন কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষার জন্য ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, দানবীর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, নারায়নগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় বর্তমানে মির্জাপুর সরকারী কলেজ, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান । তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার সেবাধর্মী প্রতিষ্ঠান তাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ৭ মে এদেশের রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানী দোষররা মহান এই ব্যক্তি দানবীর রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে।























