
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
“শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধূলা অপরিহার্য।পড়াশোনা যেমন মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধূলা শরীরকে রাখে সুস্থ ও সবল। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ছাত্রসমাজ ও যুবসমাজকে সহায়ত করে খেলাধূলা। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলা অনেক গুরুত্বপূর্ণ।”
বৃহস্পতিবার(২৮ আগস্ট) বিকালে সরাইল উপজেলা মিনি স্টেডিয়াম কুট্রা পাড়া খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোশারফ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এস এম ফরিদ ও ডাক্তার জোহেব আল হাসনাঈনসহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
কুট্টাপাড়া লায়নস ক্লাব কর্তৃক আয়োজিত সরাইল সুপার কাপ ফুটবল টুর্ণামেন্টের উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন সরাইল ফুটবল একাডেমি বনাম চুন্টা ফুটবল একাডেমি। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কবি মাসুম উল্লাহ খন্দকার। সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. শফিক মিয়া ও মতিন মাস্টার। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সুমেল।