ভোলা স্টাফ রিপোর্টার।।
ভোলা শহরের কালিবাড়ী রোডে এক প্রবাসীর নিজের ক্রয়কৃত জমিতে উত্তোলন করা পাকা প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোহাম্মদ আলী ও সফিকুল ইসলামের বিরুদ্ধে।
গত ১১ই ডিসেম্বর ভোলা পৌর ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনা কেন্দ্র করে মোহাম্মদ আলী নামের ব্যক্তি উল্টা প্রবাসী কামাল ও তার স্বজনদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও করেছেন।
ভুক্তভোগী প্রবাসী কামাল হোসেন এর সহধর্মিণী মাকসুদা খানম জানান, ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা মিরাজ গংদের থেকে ৫৭নং ছোট আলগী মৌজার ৩০নং তৌজি ভুক্ত এস,এ ৭৫৪ নং খতিয়ানের ৭৯৬ নং দাগভূক্ত, চলমান জরিপের ডিপি ১৬৪৫ নং খতিয়ানের হালে ৬১৯ নং দাগভূক্ত জমি হতে তিনি ০২ দশমিক ৯৩ শতাংশ জমি দানপত্র ১১২৩ নং রেজিষ্ট্রি দলিলসূত্রে মালিক হয়ে পাকা প্রাচীর উত্তোলন করেন।
প্রবাসী কামাল হোসেন এর ওই সিমানা প্রাচীর গভীর রাতে প্রতিবেশী জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী ভেঙ্গে পেলেন বলে অভিযোগ করেন মাকসুদা খানম।
মাকসুদা খানম আরো জানান, শফিকুল ইসলাম ও মো: আলী মিয়ার বাসভবনের মধ্যখানে আমাদের ক্রয়কৃত জমিটি অবস্থিত বিধায় তারা দু’জনেই অতি লোভে পড়ে উক্ত ভূমি দখল করে নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছেন। আর এ কারনেই লোকজন নিয়ে এই জমির সীমানাপ্রাচীর ভেঙ্গে ফেলেন।
তবে অভিযোগের বিষয়ে সফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কামালের জমিটি প্রথমে বায়নাসূত্রে মালিক আমি ছিলাম পরবর্তীতে কামালরা ক্রয় করেছে। তা ছাড়া কামালের প্রাচীর আমি ভাঙ্গতে যাবো কেনো? তবে আমার জানালা বন্ধ করে কামাল প্রাচীর উত্তোলন করায় আমার ঘর অন্ধকার হয়ে যাওয়ায় ইট সরিয়ে দিয়েছেি।
এ বিষয়ে আরেক অভিযুক্ত মোহাম্মদ আলী জানান,আমার প্রধান দরজা বন্ধ ঘরে তারা প্রাচীর উত্তোলন করেছে তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোহাম্মদ আলীর প্রধান দরজা নয় কামালের জমিতেই তিনি সিমানা প্রাচীর উত্তোলন করেছেন বরং সেটাই ভেঙে ফেলেছে মোহাম্মদ আলী।
প্রবাসীর স্ত্রী জানান আমরা ভোলা কোটে মামলা দায়ের করবো। মামলা দেওয়ার প্রন্তুতি চলছে।