স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১-১১-২২ তারিখ দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এর আয়োজনে নাগরিক উদ্যোগ সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিডিইআরএম জেলা সভাপতি চন্দ্র মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিবেক সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালাক ইকবাল হোসেন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দ্বীপ বাণীর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,বিডিইআরএম এর জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে সহ বিডিইআরএম ভোলা জেলা,উপজেলা ও ইউনিয়ন এর নেতা কর্মীরা।