
তৌহিদ বেলাল
চট্টগ্রামের ভাটিয়ারী সমুদ্র উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার বেলা এগারোটার দিকে ভাসানচর থেকে ৪টি বোটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিলো এইসব রোহিঙ্গা। এসময় একটি বোট ভাটিয়ারী উপকূল এলাকায় পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুসহ ৪০ জনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ভাসানচর থেকে চারটি বোটে করে কক্সবাজারের উদ্দেশ্যে নারী-পুরুষ ও শিশুসহ ৪০ জন রোহিঙ্গা সন্দ্বীপ চ্যানেলে সাগরপথ পাড়ি দিচ্ছিলো। এসময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রোহিঙ্গারা সকলেই ভাটিয়ারী উপকূলে উঠে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোট ও রোহিঙ্গাদের আটক করে। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সমুদ্র উপকূল থেকে ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে’।