
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর -৩৬- নামে চাচা খুন হয়েছে।
শুক্রবার -১৪ ফেব্রুয়ারি- সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু -১৭- মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. মনজুর কাদের ভূঁইয়া।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।