
ইসমাইল ইমন চট্টগ্রাম:
মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম এর ৪৪তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌকস প্রশিক্ষিত ক্যাডেটরা সুনীল অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে।
০২ ডিসেম্বর ২০২৫ তারিখ, মঙ্গলবার সকাল ১১:০০ টায় মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জনাব আবু তাহের মুহাম্মদ জাবের।
একাডেমির ৪৪ তম পাসিং আউট ব্যাচের ক্যাডেট কর্তৃক উপদেষ্টাকে সম্মানি সালাম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, এন এ
এ বছর একাডেমির ৪৪তম ব্যাচে নটিক্যাল সায়েন্স বিভাগে ০৩ জন নারীসহ ৪১ জন, মেরিন ইজিনিয়ারিং বিভাগে ৬৮ জন নারীসহ ৪০ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ০৬ জন নারীসহ ২৯ জন ক্যাডেট অর্থাৎ সর্বমোট ১৭জন নারীসহ ১১০ জন ক্যাডেট ক্যাডেট পাসড আউট হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাফল্যের স্বীকৃতি পুরস্কার হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। এ বছর ৪৪তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট খন্দকার তানভীর ইসলাম (ক্যাডেট নং-২৫৭৪) ‘বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল প্রাপ্ত হয়। তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ হতে ক্যাডেট জাবের শাহরিয়ার ক্যাডেট নং-২৫৩২ মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মাইনুল ইসলাম ক্যাডেট নং-২৫৬৩ এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ক্যাডেট সাকিবুর রহমান (ক্যাডেট নং- ২৬০৮ ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং শিক্ষায় মেডেল পদক প্রাপ্ত হয়। এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট নুসরাত হোসাইন আনিকা ক্যাডেট নং-২৬৬৫ যেট ফিমেইল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক প্রাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা মহোদয় ৪৪তম ব্যাচের ক্যাডেটদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
একাডেমির ৪৪তম ব্যাচের ক্যাডেটদের আউট প্যারেড-২০২৫ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, সরকারি নিশিং অফিসসহ অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























