
নুর মোহাম্মদ, কক্সবাজার
মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ বলেছেন, আজ ভগবতী বৌদ্ধের জন্মতিথি, বৌদ্ধ লাভ, মহাপরিনির্বান মহামতী বৌদ্ধের ৩টি স্মৃতির এক মিলন মেলা। বৌদ্ধ ধর্মীয় মূল চিন্তাধারার মাঝে সৎকর্ম, সৎচিন্তা ও কাউকে আক্রমন না করার মহান ব্রতের সেই বাক্য গুলি মহামতি গৌতম বৌদ্ধ মানুষের মাঝে বিরাজ করতে চেয়েছেন।
তিনি একনিষ্ট ভাবে সাধনা করে যে জ্ঞান অর্জন করেছিলেন সে জ্ঞান অত্যান্ত ব্যবহারিক ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন। মানুষের একক সত্বা যেনো আলোকিত হউক, সৎ চিন্তা, সৎ কর্ম করুক তখনই পৃথিবীতে বিরাজ করবে শান্তি।
বৌদ্ধ শুধু বৌদ্ধ ধর্মের অনুসারীগণ শান্তিতে থাকুক তা চাননি। বৌদ্ধ চেয়েছেন অন্যান্য সকল ধর্মের মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক। তিনি শান্তিময় বাণী অনুসরণের মাধ্যমে মানব সমাজ ও সমাজের পারিপার্শ্ব তৈরির চিন্তা করেছেন। বৌদ্ধ শুধু মানব সমাজ নয় পৃথিবীর সকল প্রাণীকুল যেনো শান্তিতে থাকে সেই চিন্তা করেই সমাজকে আলোকিত করার দীক্ষা দিয়েছেন।
শনিবার ১০ মে সন্ধ্যা ৭টায় রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৌদ্ধ পূর্ণিমা ২০২৫ এর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউছুফ, অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বানিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপ পরিচালক এস এম শামীম আকতার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেয় রামুর বিভিন্ন বিহারের মহথেরোগণ।
এতে উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নীলোৎপল বড়ুয়া ও শিল্পকলা একাডেমির সুদিপ্তা চক্রবর্তী। সাংকৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৌদ্ধ ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।