
উৎপল রক্ষিত, গাজীপুর:
গাজীপুর জেলার কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো.নুরুল ইসলাম সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ব্যারিষ্টার ড. চৌধুরী ইশরাক আহমেদের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এম. আনোয়ার হোসেন, বোয়ালী ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ন আহবায়ক মো. আনোয়ার হোসেন, মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, বোয়ালী ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান বাবু খা, সূএাপুর ইউনিয়নের আহবায়ক মো. সানোয়ার হোসেন , বোয়ালী ইউনিয়ন আহবায়ক আমজাদ হোসেন মেম্বার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এড্ রিপন আল হাসান।