
সাইফুল ইসলাম, নোয়াখালী (বেগমগঞ্জ)
বেগমগঞ্জে একদিনে বিভিন্ন জায়গা থেকে পল্লী বিদ্যুৎের প্রায় ৩০টি মিটার ছুরি হয়েছে।
এই ব্যপারে পল্লী বিদ্যুৎ স্থানীয় অফিসের কর্মকর্তাদের জানালে তারা লোকাল থানায় হারানোর অভিযোগ করতে বলে।
কিন্তু বেগমগঞ্জ থানায় হারানোর অভিযোগ করতে গেলে দুপুর ১টা পর্যন্ত কোন অভিযোগ নেয়নি।
থানার তদন্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন এটা কোন হারানো বিষয় না, এটা ছুরির ঘটনা। তাই আমরা এটা অভিযোগ আকারে নিতে পারছিনা। যদি নিতে হয় অপেক্ষা করুন থানার ওসি বাহিরে আছে। ওনি আসলে সিন্ধান্ত নিবে এটি অভিযোগ আকারে নিবে কিনা?
অভিযোগ ছরি নাকি হারিয়েছে বিষয়ে পল্লী বিদ্যুৎ নোয়াখালীর জিএম কে কল করলে তিনি গলায় অসুস্থ কথা বলতে পারছেনা বলে কল কেটে দেয়।
ভুক্তভোগী জমিদার হাটের তৌহিদুল ইসলাম জানান আমরা সকাল থেকে অপেক্ষা করে ও কোন কর্মকর্তা এটার কোন সঠিক সমাধান দিতে পারেনাই। তিনি বলেন থানা থেকে আমাদেরকে সময়মত সঠিক সেবা নিতে হিমসিম খেতে হয়।