
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:
“চট্টগ্রাম কবিতার শহর” শিরোনামে বিগত আট বছরের ধারাবাহিকতায় নবমবারের মতো এবারও বর্ণিল অনুষ্ঠানমালায় নগরে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব।
শুক্রবার ৩১ অক্টোবর, সকালে নগরীর রাইফেল ক্লাবস্থ থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন দ্রোহ ও সাম্যের কবি মোহন রায়হান এবং আয়োজনের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের পরপর উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বরেণ্য কবি হেলাল হাফিজ এর প্রতিকৃতিতে। এ উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের পরিচালক নাট্যজন অভীক ওসমান, সংস্কৃতিজন ডা: এস এম সারওয়ার আলম, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ.ফ.ম মোদাচ্ছের আলী।
কবিতার উৎসব ঘোষনায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানব সভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এই চট্টগ্রামে লিখিত হয়েছে শোষণ ও বৈষম্য মুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবাহমানতা। কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। কাব্যের প্রাঞ্জলতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসুন প্রতিজ্ঞা করি সবাই মিলে গড়ব ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি।”
অনুষ্ঠানের প্রভাতী আয়োজনে ছড়া পাঠ করেন এমরান চৌধুরী, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, অরুণ শীল, আবু তালেব বেলাল, সনজীব বড়ুয়া, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, জসিম মেহবুব, কেশব জিপসী, রুনা তাসনীম, আলেক্স আলীম, লিটন কুমার চৌধুরী, কাশেম আলী রানা। আবৃত্তি করেন ফারুক তাহের, অনন্যা চৌধুরী, হামিদ উদ্দীন, ইলিয়াস হোসাইন, স্নিগ্ধা বড়ুয়া, জলি চৌধুরী, জাভেদ হোসেন, উম্মে সালমা নিঝুম, অনন্যা দাশ, মাহফুজা হক স্নিগ্ধা, অথৈ রহমান।
সকালের আয়োজনে শিশুদের অংশগ্রহণে ছিলো “শিশু প্রহর”। এ পর্বে অর্ধশত শিশুশিল্পী একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।














