
চঞ্চল,
মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রেখেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত দুই দিনে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি একজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী এই সাড়াশি অভিযানে জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩ শত টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত আনুমানিক ০৮:০০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালারহাট বিওপি এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ আলী (৩৪) নামে এক ব্যক্তিকে ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তী অভিযানটি আজ শনিবার সকাল আনুমানিক ০৬:০০ টায় পরিচালিত হয়। এই সময় লালমনিরহাটের হাতীবান্ধা থানার ঝাউরানী বিওপি এলাকা থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৫ কেজি গাঁজা এবং ১১৭ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, উভয় অভিযানে মোট ১২৭ বোতল ইস্কাফ সিরাপ (যার মূল্য ৫০,৮০০/- টাকা) এবং ৫ কেজি গাঁজা (যার মূল্য ১৭,৫০০/- টাকা) জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
























