মনজিদ আলম শিমুল,
দিনাজপুর প্রতিনিধি।।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, বিচার বিভাগ খুব সংকটের মধ্যে আছে। আমাদের এ বেশি মামলা, এত বেশি মামলা জোট। এ ক্ষেত্রে আমাদের বার এবং বেঞ্জের ইতিবাচক দৃষ্টি দিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে। তা না হলে আমরা মামলা জোট কমাতে পারবো না। আমরা যতই পরিকল্পনাই নেই, কিন্তু আইনজীবীদের সহযোগিতা ছাড়া মামলা জোট কমানো সম্ভব নয়। তাই মামলাগুলো নিষ্পত্তি করতে জেলা জজদের সহযোগিতা করার আহবান জানান আইনজীবীদের। এছাড়া মানুষকে বিপদে ফেলার জন্য অহেতুক মামলায় উৎসাহিত না করতে আইনজীবীদের পরামর্শ দেন তিনি। তাহলে বিচার বিভাগ ভালো থাকবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে।
শনিবার (২৬ ফেব্রæয়ারী ২০২২) দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এসব কথা বলেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. একরামুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র বিচারক শরিফ উদ্দিন আহমেদ, স্পেশাল জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিএম তারিকুল কবির, জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক, সাবেক পিপি সিনিয়র আইনজীবী মো. আজিজুল ইসলাম জুগলু।
এর আগে মানপত্র পাঠ করেন সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার। এর পর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতিরি নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলার অন্যান্য বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।