
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি–১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের সমর্থকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাইপাস বাদুরতলা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। পরে ডাকবাংলো মোড়, থানা এলাকা, স্কুল মার্কেট, রাজাপুর বাজার, কলেজ এলাকা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। কর্মসূচির শেষে পুনরায় বাইপাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবুয়াল হাসান চান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদারসহ অনেকেই। বক্তারা বলেন, “ঝালকাঠি–১ আসনে মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের পক্ষে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে আমরা মাঠে নেমেছি। সামনে নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে সবার সমর্থন কামনা করছি।” বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান এবং তাদের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত সবাইকে সালাম জানান।
বক্তারা আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গোলাম আজম সৈকতকে মনোনয়ন দিলে ঝালকাঠি–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল সিকদার, সাবেক শ্রমিকদল নেতা জামাল মোল্লা, তরিকুল ইসলাম সোহাগ, পারভেজ, নাসির, ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকিব, তরিকুল ইসলাম তারেক, অন্তর, মারুফুল, মারুফসহ রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। কর্মসূচিকে ঘিরে রাজাপুর উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

























