Dhaka , Monday, 31 March 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মেহেরপুরে ঈদের পূর্বেই আরেকটি ঈদের আনন্দ!  টাঙ্গাইলে সৌদির সাথে মিল রেখে ৪০ পরিবারের ঈদ উদযাপন। রায়পুরা উপজেলার নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালের এস,এস,সি শিক্ষার্থীদের উদ্যেগে মিলন মেলা ও ইফতারের আয়োজন করেছে উক্ত স্কুলের সাবেক শিক্ষার্থীরা। জাজিরায় পাঞ্জেরীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা। নেত্রকোণার কলমাকান্দায় শহীদ পরিবারের মাঝে ব্যারিস্টার কায়সার কামালের ঈদ উপহার। দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনায় গাওকান্দিয়া  ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত। শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার- আমীর খসরু মাহমুদ চৌধুরী ঈদের জামাতের জন্য প্রস্তুত নগরীর জমিয়তুল ফালাহ ময়দান- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের নগরকান্দায় আগুনে ঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি, খোলা আকাশের নিচে পরিবার রেড ক্রিসেন্ট এর সৌজন্যে নগরীর তিনহাজার সুবিধাবঞ্চিত শিশু পেল ঈদের উপহার সিদ্ধিরগঞ্জে তরুন দলের উদ্যোগে ইফতার মাহফিল ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা গ্রীসে নবগঠিত শরীয়তপুর সমাজ কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের পরিচিত সভা মহান স্বাধীনতা দিবসের ত্রিতরঙ্গের আয়োজন সাভারের আশুলিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS) এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ জুলাই বিপ্লবে শহীদ স্মরনে ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার ঈদের বেচা কেনা জমে উঠেছে খেটে খাওয়া মানুষদের নিয়ে বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই-আগস্ট আন্দোলন নোয়াখালীতে তারেক জিয়ার ঈদ উপহার পেল দৃষ্টিশক্তি হারানো আমজাদ লালমনিরহাটের আদিতমারী থেকে গাঁজাসহ গ্রেপ্তার ১ মোটিভেট ভূরুঙ্গামারীর সকল সদস্যের নিরলস পরিশ্রমে আজকের নবীন বরণ, পুরষ্কার বিতরণ ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা, চাচা আটক বাংলাদেশ প্রেসক্লাব, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ছুরি ধরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩ রামগঞ্জে  টপসয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা  রূপগঞ্জে আগারপাড়া যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল রূপগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতারণ

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার ঈদের বেচা কেনা জমে উঠেছে

  • Reporter Name
  • আপডেট সময় : 02:51:42 pm, Friday, 28 March 2025
  • 10 বার পড়া হয়েছে

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার ঈদের বেচা কেনা জমে উঠেছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার

 

দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট “প্রাচ্যের ম্যানচেস্টার ” হিসেবে পরিচিত। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের ভিড়ে জমজমাট এখন বাবুর হাট। রোজা শুরুর আগে থেকেই এ হাটের অলিগলি  জুড়ে দোকানে  দোকানে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় । সব মানুষ বেচা কেনায় ব্যস্ত, তাদের যেন দম ফেলার সময় নেই। গামছা, শাড়ি, লুঙ্গি, থ্রি -পিজ, শার্ট পিজ, প্যান্ট পিজ, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, বিছানা ছাদর সহ দেশীয় সব ধরনের কাপড় পাওয়া যায় বাবুর হাটে। নরসিংদী ও আশেপাশের জেলাগুলোতে তৈরিকৃত সব ধরনের দেশীয় কাপড়  বাবুর হাটে  বিক্রি  হয়। দেশের মোট কাপড়ের  প্রায় ৭০ শতাংশ  কাপড়ের চাহিদা বাবুর হাট থেকে মিটিয়ে থাকে।

বাবুরহাটের অলিগলি জুড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারি ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা  এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো শাড়ি, লুঙ্গি , থ্রি পিস সহ নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের সব কাপড় কিনছেন। আবার ব্যক্তি পর্যায়েও অনেকেই পরিবারের সদস্য  ও স্বজনদের উপহার দিতে বাবুর হাট এসে কাপড় কিনছেন। কিছু কিছু ছোট পাইকারকে দেখা যায়  নিজের কাপড়ের গাট মাথায়, গাধে, হাতে বহন করে নিয়ে যাচ্ছেন। যাদের কাপড়ের গাট বড় তারা কুলি বা ভ্যানের সাহায্যে  ঢাকা – সিলেট মহাসড়কে নিয়ে ট্রাক, লরি ও পিক-আপ ভ্যানে তুলে নিয়ে যান। আবার অনেক ক্রেতা কাপড় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ এলাকায় পাঠাচ্ছেন। সব মিলিয়ে হাটের দিনগুলোতে প্রতিদিন অন্তত চার – পাঁচশত ট্রাক কাপড় দেশের বিভিন্ন প্রান্তে  যাচ্ছে।

হাটের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় , সারা বছরের মধ্যে রোজার ঈদের সময়টাতে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা বেশি সংখ্যায় পাইকারি দামে কাপড় কিনতে বাবুর হাটে আসেন। দেশের অন্যান্য হাটের তুলনায় যোগাযোগ ব্যবস্হা হাটের তুলনায়  ভালো ও সব ধরনের দেশীয় কাপড় কম দামে পাওয়া যায়। বাবুর হাটে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুরচা  ক্রেতারাও কাপড় কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এ বছর হাটে  প্রত্যাশা অনুযায়ী পাইকারি ক্রেতা অন্য বছরের তুলনায় কম।
নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে, জেলায় ছোট বড় প্রায় তিন হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পাওয়ার লুম, বৈদ্যুতিক তাঁত, টেক্সটাইল,  ডাইং ( সুতা ও কাপড় রং করা) কারখানাই বেশী। এ সব কারখানায় কাজ করেন প্রায় দুই লাখ শ্রমিক। পাওয়ার লুমগুলোতে দিন রাত খটখট শব্দে সুতা থেকে তৈরি হয় গ্রে কাপড়। এই গ্রে কাপড় বিভিন্ন কারখানায় ডাইং কারখানায় পছন্দ অনুযায়ী রং করা হয়।

ব্যবসায়ী শাকিল আহমেদ জানান, বাবুর হাটে তিনি একজন নিয়মিত পাইকার। রুমাল থেকে শুরু করে কাফনের পর্যন্ত সব ধরনের কাপড় বাবুর হাটে পাওয়া যায়। আগে  এক সপ্তাহ পর পর  শাড়ি, লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় কিনতে বাবুর হাট আসতেন। বেচা কেনা কম থাকায়  এ বছর হাটে কম আসা হয়।
বাবুর হাট বনিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর ঈদে বেচা কেনা কম। উৎপাদন খরচ বেশি হওয়ায় কাপড়ের দাম বেড়েছে।
ঈদকে সামনে রেখে শেষ পর্যায়ে এসে বাবুর হাটে বেচা কেনা বেড়েছে। খুরচা ক্রেতারাও ঈদের কাপড় কিনতে বাবুর হাটে ভীড় জমাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

মেহেরপুরে ঈদের পূর্বেই আরেকটি ঈদের আনন্দ! 

বাবুর হাট প্রাচ্যের ম্যানচেস্টার ঈদের বেচা কেনা জমে উঠেছে

আপডেট সময় : 02:51:42 pm, Friday, 28 March 2025

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার

 

দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট “প্রাচ্যের ম্যানচেস্টার ” হিসেবে পরিচিত। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের ভিড়ে জমজমাট এখন বাবুর হাট। রোজা শুরুর আগে থেকেই এ হাটের অলিগলি  জুড়ে দোকানে  দোকানে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় । সব মানুষ বেচা কেনায় ব্যস্ত, তাদের যেন দম ফেলার সময় নেই। গামছা, শাড়ি, লুঙ্গি, থ্রি -পিজ, শার্ট পিজ, প্যান্ট পিজ, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, বিছানা ছাদর সহ দেশীয় সব ধরনের কাপড় পাওয়া যায় বাবুর হাটে। নরসিংদী ও আশেপাশের জেলাগুলোতে তৈরিকৃত সব ধরনের দেশীয় কাপড়  বাবুর হাটে  বিক্রি  হয়। দেশের মোট কাপড়ের  প্রায় ৭০ শতাংশ  কাপড়ের চাহিদা বাবুর হাট থেকে মিটিয়ে থাকে।

বাবুরহাটের অলিগলি জুড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারি ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা  এ দোকান সে দোকান ঘুরে পছন্দ মতো শাড়ি, লুঙ্গি , থ্রি পিস সহ নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের সব কাপড় কিনছেন। আবার ব্যক্তি পর্যায়েও অনেকেই পরিবারের সদস্য  ও স্বজনদের উপহার দিতে বাবুর হাট এসে কাপড় কিনছেন। কিছু কিছু ছোট পাইকারকে দেখা যায়  নিজের কাপড়ের গাট মাথায়, গাধে, হাতে বহন করে নিয়ে যাচ্ছেন। যাদের কাপড়ের গাট বড় তারা কুলি বা ভ্যানের সাহায্যে  ঢাকা – সিলেট মহাসড়কে নিয়ে ট্রাক, লরি ও পিক-আপ ভ্যানে তুলে নিয়ে যান। আবার অনেক ক্রেতা কাপড় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ এলাকায় পাঠাচ্ছেন। সব মিলিয়ে হাটের দিনগুলোতে প্রতিদিন অন্তত চার – পাঁচশত ট্রাক কাপড় দেশের বিভিন্ন প্রান্তে  যাচ্ছে।

হাটের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় , সারা বছরের মধ্যে রোজার ঈদের সময়টাতে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা বেশি সংখ্যায় পাইকারি দামে কাপড় কিনতে বাবুর হাটে আসেন। দেশের অন্যান্য হাটের তুলনায় যোগাযোগ ব্যবস্হা হাটের তুলনায়  ভালো ও সব ধরনের দেশীয় কাপড় কম দামে পাওয়া যায়। বাবুর হাটে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুরচা  ক্রেতারাও কাপড় কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এ বছর হাটে  প্রত্যাশা অনুযায়ী পাইকারি ক্রেতা অন্য বছরের তুলনায় কম।
নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে, জেলায় ছোট বড় প্রায় তিন হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে পাওয়ার লুম, বৈদ্যুতিক তাঁত, টেক্সটাইল,  ডাইং ( সুতা ও কাপড় রং করা) কারখানাই বেশী। এ সব কারখানায় কাজ করেন প্রায় দুই লাখ শ্রমিক। পাওয়ার লুমগুলোতে দিন রাত খটখট শব্দে সুতা থেকে তৈরি হয় গ্রে কাপড়। এই গ্রে কাপড় বিভিন্ন কারখানায় ডাইং কারখানায় পছন্দ অনুযায়ী রং করা হয়।

ব্যবসায়ী শাকিল আহমেদ জানান, বাবুর হাটে তিনি একজন নিয়মিত পাইকার। রুমাল থেকে শুরু করে কাফনের পর্যন্ত সব ধরনের কাপড় বাবুর হাটে পাওয়া যায়। আগে  এক সপ্তাহ পর পর  শাড়ি, লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় কিনতে বাবুর হাট আসতেন। বেচা কেনা কম থাকায়  এ বছর হাটে কম আসা হয়।
বাবুর হাট বনিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর ঈদে বেচা কেনা কম। উৎপাদন খরচ বেশি হওয়ায় কাপড়ের দাম বেড়েছে।
ঈদকে সামনে রেখে শেষ পর্যায়ে এসে বাবুর হাটে বেচা কেনা বেড়েছে। খুরচা ক্রেতারাও ঈদের কাপড় কিনতে বাবুর হাটে ভীড় জমাচ্ছে।