সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধ।।
বাজার সিন্ডিকেট ভাঙতে বরগুনার আমতলীতে ন্যায্য মূল্যের সবজি বাজার চালু করলো বৈষম্য বিরোধী ছাত্ররা। আজ এ বাজারের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
দেশে সিন্ডিকেট করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করেছে। এতে নিন্ম আয়সহ সাধারন মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় আমতলী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে উপজেলার নতুন বাজার চৌরাস্তা মোর এলাকায় ন্যায্য মূল্যের একটি সবজি বাজার চালু করা হয়েছ। এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক পিয়াজ, রশুন, আলু, লাউ, লাউ শাক,করলা, বেগুন, কাঁচা মরিচসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন।
৪ নভেম্বর সকাল ১১ টায় বাজারের উদ্বোধন করন অনুষ্ঠানর প্রধান অতিথি আমতলী উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উদ্বাধোনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যো বক্তব্য রাখেন আমতলী উপজলা সমকাল প্রতিনিধি মোঃ জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ- রাজধানী টিভির আমতলী উপজলা প্রতিনিধি মোঃ নাসির মাহমুদ- ছাত্র প্রতিনিধি ইনজামামুল হক আবিদ, বেল্লাল হোসেন,গোলাম রাব্বি,মতি ও বায়জিদ হাসান তামিম প্রমুখ।
সভায় উপস্হিত ছিলন দৈনিক ভোরের সময় আমতলী প্রতিনিধি মোঃ বায়জিদ তালুকদার- চ্যানেল আমতলীর বার্তা সম্পাদক কামরুল হাসান সায়মন- দৈনিক দেশ প্রতিদিনর সাংবাদিক মোঃ রুবেল হোসেন- দৈনিক দক্ষিণাঞ্চল প্রত্রিকার আমতলী প্রতিনিধি বিরাজ কুমার বিশ্বাস- বাংলাদশ সমাচার আমতলী প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু- চ্যানেল আমতলীর ভয়েজ প্রেজেন্টার সাবিকুন নাহার- দৈনিক সুবর্ন নিউজের আমতলী প্রতিনিধি সোনিয়া আক্তার প্রমুখ।
আমতলী উপজলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন,ব্যবসায়ীরা যখন বাজার সিন্ডিকট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়িয়ে দিয়েছে সেখান নিন্ম আয়সহ সাধারন মানুষের কষ্টের কথা বিবেচনা করো বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে বাজার চালু করার যে উদ্যোগ নিয়েছে এজন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই।