বরিশাল ব্যুরো ।।
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ বাকি দুইজনের মরদেহ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা। এনিয়ে নিখোঁজ বাকি দুইজনের মরদেহসহ ওই দুর্ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
উল্লেখ্য, গত শুক্রবার মাঝিরচর এলাকা থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় প্রথমে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে ঘটনাস্থলের সাত কিলোমিটার দূরত্ব থেকে এক শিশুর মরদেহ ও সর্বশেষ রবিবার বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।