
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় লক্ষ্মীপুরে এক বখাটে ও তার সহযোগীদের বিরুদ্ধে ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার ১৫ দিন আগে অন্যত্র ওই তরুণীর বিয়ে হওয়ায় ক্ষুব্ধ হয়ে বখাটে সুজন এই কাণ্ড ঘটিয়েছে।
ঘটনার বিবরণ:
রবিবার (০২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। অটোরিকশার মালিক ভুক্তভোগী মনিরের অভিযোগ, তার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় এবং সম্প্রতি মনিরের বোনের অন্যত্র বিয়ে হওয়ায় প্রতিশোধ নিতে সুজন আরও ৪/৫ জন সঙ্গী নিয়ে মনিরের সিএনজিতে আগুন দেয়।
ভুক্তভোগীর বক্তব্য:
দেওপাড়া গ্রামের নুর নবীর ছেলে মনির জানান, সুজন দীর্ঘদিন তার বোনকে বিরক্ত করত এবং বিয়ের জন্য চাপ দিত। তারা রাজি না হয়ে প্রায় ১৫ দিন আগে তার বোনের বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন পেট্রোল ঢেলে তার সিএনজিটি জ্বালিয়ে দেয়। রাতে আগুনের খবর পেয়ে তারা ঘর থেকে বেরিয়ে এলে সুজন দলবলসহ পালিয়ে যায়। মনির আরও জানান, গত মাসে তার বোনকে হয়রানির কারণে তারা সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগও করেছিলেন। জীবিকার একমাত্র অবলম্বন এভাবে পুড়ে যাওয়ায় তিনি প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার চেয়েছেন।
অভিযুক্তের পরিচয়:
অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতার বাড়ির দুলালের ছেলে।
পুলিশের প্রতিক্রিয়া:
ঘটনার পরই বিষয়টি চন্দ্রগঞ্জ থানায় জানানো হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।























