
আব্বাস উদ্দিন,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ ই আগস্ট) উপজেলা সদরে অনুষ্ঠিত এ বিজয় র্যালীতে উপস্থিত নেতাকর্মীদের ভীড় ছিলো চোখে পরার মতো। ফ্যাসিবাদ হাসিনার প্রতি গণমানুষের ঘৃণা ও ক্ষোভ থেকেই আজকের এই জনসমুদ্র বলে মনে করছে অনেকেই।
এসময় বিজয় র্যালীতে উপস্থিত অনেকেই একে অপরের সঙ্গে নাচে গানে মেতে খেলায় ব্যস্ত থাকার পাশাপাশি ঢোলের তালে তালে নাঁচতেও দেখা গিয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বি এন পির অন্যতম সদস্য আনোয়ার হোসেন মাস্টার বলেন, সরাইল বিএনপির ঘাঁটি এটি আবারও আজকে প্রমাণিত। ছাত্র-জনতার ও বিএনপির গণঅভ্যুত্থানে’র ফলে গতবছরের এই দিনে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সেজন্য আজকের এই দিনটি অবশ্যই ঐতিহাসিক একটি বিজয়ের দিন। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিজয় র্যালী শেষে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বি এন পির অন্যতম সদস্য আনোয়ার হোসেন মাস্টার,
বি এন পি নেতা শফিকুল ইসলাম সেলু, সদর চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর মাস্টার,
ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল,
ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সংবাদকর্মী আব্বাসউদ্দীন,
যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক,যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লু, সদর যুবদলের সাবেক সভাপতি কামাল খন্দকার, যুবনেতা লিংকন,যুবনেতা আকবর,আহাদ, সাজিন,উজ্জ্বল খন্দকার, সাইফুল,হানিফপ্রমূখ।