
দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
মেটা বলছে এই “ভাড়াটে”রা “সবচেয়ে বেশি অর্থ দিয়ে ভাড়া করা সংস্থাগুলোর” হয়ে মানুষের ব্যক্তিগত কাজকর্মের ওপর নজরদারি চালায়
ফেসবুকের মালিক সংস্থা মেটা বলছে, তাদের ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের টার্গেট করে গোপন নজরদারি চালানোর জন্য তারা সাতটি নজরদারি সংস্থাকে নিষিদ্ধ করেছে।
মেটা তাদের নতুন এক রিপোর্টে বলছে, এধরনের “দুরভিসন্ধিমূলক কার্যকলাপ” সম্পর্কে তাদের প্রায় ৫০ হাজার ব্যবহারকারী তাদের কাছ থেকে সতর্কবার্তা পাবেন।
মেটা এই গোপন নজরদারি সংস্থাগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের সরিয়ে দেয়া এবং হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে এই ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য ছড়ানো।
মেটা অভিযোগ করছে, এই সাইবার গুপ্তচর কোম্পানিগুলো সাংবাদিক ও মানবিধকার কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে এসব নজরদারি চালিয়েছে।
সংস্থাটি তাদের রিপোর্টে বলেছে, কয়েক মাস ধরে তদন্ত চালানোর পর বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-এর প্রায় দেড় হাজার পেজ মেটা বাতিল করে দিয়েছে।
নজরদারি সংস্থাগুলো তাদের যারা নিয়োগ করেছিল তাদের হয়ে ১০০-টির বেশি দেশে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে এই গোয়েন্দাগিরি করেছে বলে মেটা জানাচ্ছে।
সূত্র: বিবিসি