
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসনে বারি মসুর ৮- সংরক্ষণে
হার্মেটিক সাইলো ব্যবহার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন ১২ই মার্চ দুপুর আড়াই ঘটিকায় বিএস ডাংগি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে বারি মসুর ৮- সংরক্ষণে
হার্মেটিক সাইলো ব্যবহার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করে মোহাম্মদ সাখাওয়াত হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার।
প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ জনাব মোঃ শাহাদুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুর।
প্রধান অতিথি বলেন, বারি মসুর ৮জিঙ্ক,আয়রন, সেলেনিয়াম সমৃদ্ধ মসুরের একটি মেগা ভ্যারাইটিস একটি উচ্চ ফলনশীল এই জাতের দিকে প্রতিফলন বিঘা ৭-৮মন। এবং এই জাতটি পাতা ঝলসানো রোগ গোড়া পচারোগ প্রতিরোধ হওয়ায় কৃষক ভাইদের জানান।
বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জনাব মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক -উদ্যান-
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউনিয়ন সুপারভাইজার মেহেদী হাসান।
বক্তারা বিভিন্ন রোগব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরিষার তৈলের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন একঝাঁক মিডিয়াকর্মী।
প্রোগ্রামটির আয়োজন করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনপ্রুফ -জিং- তিন শতাধিক তৃণমূল কৃষকদের অংশগ্রহণ করে। পরে প্রত্যেকের ইফতারির ব্যবস্থা করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরে উদ্যোগে ব্যতিকর্মী ধর্মীয় আয়োজন করায় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।