
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দুপুর ২টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিএনপি’র সভাপতি শাজাহান শিকদার। আনসার ভিডিপির কর্মকর্তা কুসুমকুমার রায়।
জাতীয় পর্যায়ে কর্মসূচির ধারাবাহিকতায় কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়। ২৫শে মার্চ গণহত্যা দিবসে আলোকসজ্জা না করার অনুরোধ করা হয়। ২৬শে মার্চ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলনের জন্য সকলের প্রতি জনসচেতনতার উপরে গুরুত্ব দেয়ার জন্য বলা হয়।
“এ সময় আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান,
বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর প্রধানগণ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগন।
বিভিন্ন দলের রাজনীতিবিদ, বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, বাংলাদেশ
প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ, সম্পাদক সাংবাদিক আহম্মেদ আল -ইভান-।