
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক রিয়াদ মাহমুদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনের ৪০০ থেকে ৪৫০ জন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আগত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মনির হোসেন কাসেমীর পক্ষে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
























