
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিহাচর রেললাইনের পাশে খাঁবাড়ী সংলগ্ন রাস্তায় দোয়া মাহফিলে অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১১টা ৩০ মিনিটের দিকে ফতুল্লা ইউনিয়ন কৃষকদল কর্তৃক তক্কারমাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে না যাওয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানের অনুসারী হৃদয় (২০) ও নাদিম (২১)সহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিয়াম (২০), রেজা উদ্দিন জিম (২০), মাহফুজ (২২), সুমন (২০) ও আরও একজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম ও রেজা উদ্দিন জিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর তিনজন আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বাড়ি পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
























