
নাঈম ভূঁইয়া রায়পুরা প্রতিনিধি নরসিংদী,
নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা-সায়দাবাদ এলাকায় মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীন সরকার। ইতোমধ্যে প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।
প্রকল্প সূত্র জানায়, প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৪৭০ মিটার, ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। টেকনিক্যাল সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে।
সেতু প্রকল্পের পরিচালক এবাদত আলী জানান, চীনা প্রতিনিধি দল ইতিবাচক সাড়া দিয়েছে এবং অর্থায়নের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের মানুষের স্বপ্ন এই সেতু। এটি বাস্তবায়িত হলে রায়পুরা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, বাড়বে অর্থনৈতিক গতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, “প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, দ্রুতই অর্থায়ন নিশ্চিত হবে।”
স্থানীয় যুবদল নেতা সামসু উদ্দিন সামু বলেন, “সেতুটি হলে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে, গড়ে উঠবে শিল্প-কারখানা, বাড়বে কর্মসংস্থান।