
কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪২) নামে এক ইউপি সদস্য। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার।
আজ সোমবার ( ১২)মে বিকেল ৩টার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউপি সদস্য খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোনারপাড়া এলাকার মৃত আমীর হামজার পুত্র।
অভিযানে যাওয়া মামলার আয়ু কক্সবাজার সদর মডেল থানার এসআই নুর মোহাম্মদ জানান, নারী নির্যাতন মামলায়
খুরুশকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তারে যায় আমাদের পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাকে গ্রেপ্তার করা থানায় আনা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বলেন, নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গ্রেপ্তার এড়াতে পুকুরে নেমে পড়েন।পরে অনেকক্ষণ পরে পুকুর থেকে তুলে আনা হয়েছে। তাঁকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।