মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি।।
শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হলো।
পিরোজপুরে সকাল ১০টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম।
শুক্রবার জুম্মার দিন হওয়ায় ১২টার পর থেকে প্রতিমা বিসর্জন দেওয়া বন্ধ রাখে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সন্ধ্যার পরে আবার শুরু হয় প্রতিমা বিসর্জনের কাজ। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।
হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীর কাছে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা।
পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় এ বছর ৪৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে
জেলার কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পিরোজপুরে শান্তিপূর্নভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ায় সনাতন ধর্মালম্বিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিরোজপুরের সদর আসনের সংসদ সদস্য- মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু।
একই সাথে তিনি বরিশাল পুলিশের ডিআইজি, এস এম আক্তারুজ্জামান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক সহ পিরোজপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।