মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে বাস মালিক সমিতি বিভিন্ন সময় বাধা দেওয়ার প্রতিবাদে ইজিবাইক,অটো রিক্সা ধর্মঘট করেছে মালিক ও শ্রমিক সমিতি।
এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে পিরোজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় এ ধর্মঘট পালিত হয়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ধর্মঘট তুলে নেয় তারা।
সরেজমিন দেখা গেছে, কর্মজীবীরা সকাল থেকেই হেঁটে যোগ দিচ্ছেন কর্মস্থলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা।
এক পথচারী জানান, হঠাৎ করে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারব কি না জানি না। গাড়ি না থাকায় হেঁটেই যেতে হচ্ছে।
এক অটোচালক মোঃ কবির বলেন, আমরা অটোরিকশা চালিয়ে সংসার চালায়। তাদিয়ে আমরা খেয়ে পরে বেঁচে আছি। হঠাৎ করে এ সিদ্ধান্ত আমাদের সত্যিই বিপদে ফেলেছে। আমরা গাড়ি চালাতে না পারলে খামু কী? বাচমু কেমনে?
জেলা শ্রমিক লীগের সভাপতি ও ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির সভাপতি মজনু তালুকদার জানান, বাস মালিক সমিতি বিভিন্ন সময় বাধা দেওয়ার প্রতিবাদে ইজিবাইক,অটো রিক্সা ধর্মঘট ডেকেছে।
এ কারণে মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে।
শ্রমিক নেতা বখতিয়ার হোসেন (খোকন )বলেন শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য আমরা যেকোন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকব।
জেলা প্রশাসক মহাদয়ের আশ্বাসের ভিত্তিতে আজকের ধর্মঘট প্রত্যাহার করলাম।