
বান্দরবান পার্বত্য জেলার মৌজা প্রধানদের সাথে এক মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে বান্দরবন জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বান্দরবন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।
এসময় মন্ত্রী , তিন পার্বত্য জেলায় মৌজাবাসীর উন্নয়নের জন্য জেলার সকল ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে জমির রেকর্ড সংরক্ষণ এবং জমির প্রত্যয়নপত্র উপযুক্ত মালিকদের দেওয়ার নির্দেশ দেন। পার্বত্য অঞ্চলের জমির মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণের ফলে ভূমি সমস্যা কমে অনেকটা কমে যাবে। এতে করে জমিক মালিকেরা হয়রানী থেকে রক্ষা পাবে।
মন্ত্রী আরো বলেন,ভূমি সমস্যা নিরসনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নানা ধরনের ভূমি সমস্যা নিরসনে মৌজা প্রধানদের আরও আন্তরিক হতে হবে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পার্বত্য এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে মৌজা প্রধানদের অনেক দায়িত্ব রয়েছে। সেই সাথে নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রশাসনকে জানানোর জন্য হেডম্যানদের দায়িত্বশীল হতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস সুলতানা, হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোইহ্রী মারমা, সাধারণ সম্পাদক উনিহ্লাসহ বান্দরবানের সাত উপজেলার ভূমি কর্মকর্তা এবং বিভিন্ন মৌজা প্রধানরা।