
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে চাঁদখালী ও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও আইস ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযানকালে চিংড়িতে পুশ করার অপরাধে চাঁদখালীর দেবদুয়ার ও কাটাখালী বাজারে ব্যবসায়ী আসাদুল, দীপক, সুশান্ত ঢালী ও পঞ্চানন—এদের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযোগে নাসিরনগরের রমেশ মন্ডলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স ছাড়া বরফমিল পরিচালনার কারণে নাসিরপুরের কপোতাক্ষ আইস ফ্যাক্টরি এবং কাশিমনগরের নিউ আইস ফ্যাক্টরির মালিকদের কাছ থেকে মোট ২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দকৃত চিংড়িগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবু হোসেন, নৌপুলিশের এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় ব্যবসায়ীরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এই কাজ করে থাকে। এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
তিনি সকল ব্যবসায়ীকে লাইসেন্স গ্রহণ করে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
























