
সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ)
২০২৪ সালের ছাত্র জনতার গন অভ্যর্থনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩:৩০ মিঃ চৌমুহনীর চৌরাস্তা বাস টার্মিনালে জুলাই বিপ্লবের চেতনায় ধারণকৃত বিভিন্ন ফটো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী দেখতে আসে।
ডকুমেন্টারি প্রদর্শনের পরে শুরু হয় ফ্যাসিস্ট বিদায়ের বিজয়ের আনন্দের গন মিছিল।
প্রায় ২০হাজার লোকে সমাগমে মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী মহাসড়ক পদক্ষিণ করে শেষ হয় কাচারিবাড়ি মসজিদে সামনে।
এই সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বিপ্লবী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, জেলা শিল্প ও সাহিত্য সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল,
বেগমগঞ্জ উপজেলা আমীর আবু জাহের, সেক্রেটারি আবদুর রহিম
চৌমুহনী শহর আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান ও সহ সেক্রেটারি নুর উদ্দিন সহ শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া ও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত