নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
ধর্মীয় প্রতিনিধি এবং স্টেকহোল্ডারদের সমন্বয়নে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিত করণ কর্মশালা শনিবার ইটাখোলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান- ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান- ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বক্তব্য দেন এতে।
ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক ওয়াজেদ আলী শাহ ফকিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম।
কর্মশালায় জানানো হয়- ছেলে হোক- মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। পরিকল্পিত পরিবার গঠনের ধর্মীয় নেতাদের গুরুত্ব অপরিসীম। এজন্য পরিকল্পিত পরিবার গঠনে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।