
নাঈম ভূইয়া রায়পুরা প্রতিনিধি
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে সোনাকান্দি যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার -৮ই এপ্রিল- হাজী আঃ রাজ্জাক মোল্লার মাঠে এই ইসলামী মহা সম্মেলনের -৪র্থ- বার্ষিকী এর উদ্যোগে বাদ আছর হইতে রাত -১২টা- পর্যন্ত এই আয়োজন করা হয়।
উক্ত ইসলামী মহা সম্মেলন এর প্রদান বক্তা হিসেবে বয়ান রাখেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুফতী আরিফ বিন হাবীব হাফিঃ।
এবং ইসলামী মহা সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জনাব শাহ আলম মোল্লা, আরো উপস্থিত ছিলেন সভাপতি: আল্লামা মুফতি রশিদ আহমেদ দাঃ বাঃ,
এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মনির হোসেন ও শাহ জালাল সহ আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান: আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি হাফিঃ,
ও শুভেচ্ছান্তে ছিলেন: সোনাকান্দি যুব সমাজের সকল সদস্য বৃন্দ এবং নাঈম ডিজিটাল কম্পিউটার এন্ড মোবাইল সপ
ও সৌজন্যে: মোঃ শাহিন আলম, -মোঃ রমজান মিয়া- মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ-, মাওলানা রফিকুল ইসলাম আলম ও মাওলানা সাইদুজ্জামানসহ
সার্বিক তত্বাবধানে ছিলেন প্রবাসী বৃন্দ এবং আতশআলী বাজারের সকল ব্যবসায়ী ও নিলক্ষা ইউনিয়নের সকল জনগন।