
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
নির্বাচন প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে নেই, এই নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সিনিয়র সচিব মোহাম্মদ শফিকুল আলম।
তিনি জানান, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয়, তবে সরকার কঠোর হাতে দমন করবে। তিনি আরও সতর্ক করে বলেন, যারা অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামীলীগের নির্বাচনে ফেরার সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে, প্রেস সচিব অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাদের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই। একটি রাজনৈতিক দলের আন্দোলন হতে হয় শান্তিপূর্ণ, কিন্তু তারা রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল, ১৫ বছর মানুষ চুপ ছিল, এবারও চুপ থাকবে। সেই ভুল ধারণার কারণেই তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।
এর আগে সকাল ৯টার দিকে তিনি ঢাকা থেকে শরীয়তপুরে এসে সার্কিট হাউসে পৌঁছান। পরে নড়িয়া উপজেলা পরিদর্শন, সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।

























