
দৈনিক আজকের বাংলা,
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। মনোনয়নপ্রত্যাশীরা ভোটারদের কাছে পৌঁছাতে উঠোন বৈঠক, জনসমাবেশ ইত্যাদি আয়োজন করছেন। তবে বিএনপির সঙ্গে জোটবদ্ধ মিত্র দল ও নেতারা এখনও নিজের আসন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তারা এখনই বিএনপির কাছ থেকে আসন সমঝোতার নিশ্চয়তা চান। কিছু মৌখিক আশ্বাস পেলেই তারা নির্বাচনে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন মিত্র দলের শীর্ষ নেতারা।
বিএনপি পরীক্ষিত মিত্র দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। সমঝোতার ভিত্তিতে ঢাকাসহ দেশে কিছু আসন ছাড়ার চিন্তাও করছে দলটি। মিত্ররা সম্মানজনক আসন এবং ক্ষমতায় গেলে জাতীয় সরকারের অংশ হতে চান। বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে মিত্রদের আলোচনা এখনও চলছে এবং তা বেশ গুরুত্ব পাচ্ছে।