
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বিসিক এলাকায় অবস্থিত নিমরাক ডিজাইন লিঃ–এ স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি প্রদান ও কারখানা কর্তৃক ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন সংক্রান্ত বিষয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়,১১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় কারখানার স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত ও ছাঁটাইকৃত ৪০ থেকে ৫০ জন শ্রমিক গত অক্টোবর ও নভেম্বর ২০২৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।পরবর্তীতে মালিকপক্ষ আগামী ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস প্রদান করলে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করে যার যার বাসায় ফিরে যান।এ ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
























