
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইন অনুযায়ী নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে উল্লেখ করে কমিশনার থানা পর্যায়ে টহল আরও জোরদার করার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, মামলা রুজুর পর দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে, সেদিকে নজর দিতে হবে।
























