
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মোঃ জামাল শেখ (ছদ্মনাম), পিতা—মোঃ মুন্নু শেখ, মাতা—রুনা বেগম।১৩ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি পাসপোর্ট আবেদন করতে গেলে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয়ে গরমিল ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক হলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
পরবর্তীতে রোহিঙ্গা শরণার্থী তালিকা যাচাই করে দেখা যায়, তার প্রকৃত নাম মোঃ রায়াছ, পিতা—মোঃ আইয়ুব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে রোহিঙ্গা নাগরিক হিসেবে স্বীকার করেন। তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করেছে।

























