
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় অটোচালকসহ তিনজনকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি গভীর রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভিতরবন্দ এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় কাপড় বহনকালে তিনটি অটোরিকশা আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় কাপড়গুলো কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাখিউড়া গ্রাম দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, কাপড়ের এই চালানটি নাগেশ্বরীর চোরাকারবারি ও কাপড় ব্যবসায়ী বেলাল ও রাসেল এবং কচাকাটা থানাধীন মাদারগঞ্জ এলাকার চোরাকারবারি আবুল হোসেনের।
এদিকে চালান আটকের খবর পেয়ে আরও দুই নৌকা বোঝাই ভারতীয় কাপড়সহ অন্য চোরাকারবারিরা নদীপথে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। “নির্বাচনকে সামনে রেখে চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অপরাধ দমন আরও কার্যকর হবে।

























