নিজস্ব প্রতিবেদক্।।
ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জুলফিকার আলী ভূট্টো ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী তালুকদার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবার উপজেলার ও দুইবার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়মে আয়োজিত অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার স্বরূপ তুলে দেয়।
মো. আইয়ূব আলী তালুকদার জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি তাঁর যোগ্যতা,মেধা, দক্ষতা, ন্যায়, নিষ্ঠা ও কর্তব্য পরায়নতার মাধ্যমে কলেজ গভর্ণিংবডি ও সহকর্মীদের সহযোগিতায় অত্র কলেজকে উচ্চতর স্থানে অধিষ্ঠিত করেছেন।
তাঁর এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গভাণিংবডি, সহকর্মী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল।