
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে স্কুলে স্কুলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক পরিপএের মাধ্যমে জানানো হয়।
মাধ্যমিক স্তরের শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার।
আজ রবিবার পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের হল রুমে বিকেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মাসুম বিল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক নাসরিন জাহান, সিনিয়র শিক্ষক সুজিত কুমার সাহা,সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ।
ডেঙ্গু রোগের সচেতনতা, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন। নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অংশ গ্রহন করেন তানজিনা আক্তার, শ্রীমতি সাহা, অংকিতা সাহা, ইয়ামিন হোসেন, তনয় সূএধর।