
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।সভায় নিহত শহীদদের পরিবারের প্রায় ৩০ থেকে ৩৫ জন সদস্য অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম (এনডিসি), জাবেদ আলম (সদস্য সচিব) এবং নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ খানসহ অন্যান্য প্রতিনিধিরা।
শহীদ পরিবারের প্রতিনিধিরা আন্দোলনের সময় নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিচিহ্ন নির্মাণ, কবরস্থানের নিরাপত্তা ও সংরক্ষণের ব্যবস্থা, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আহতদের চিকিৎসা-সহায়তাসহ বিভিন্ন দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, প্রশাসন শহীদ পরিবারের পাশে রয়েছে এবং তাদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও জানান, নিহতদের পরিবারের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানে কাউন্সেলিং ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
উল্লেখ্য, মোঃ রায়হান কবির গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
























