
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়, জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু।
প্রধান অতিথি মাহমুদুর রহমান সুমন তার বক্তব্যে বলেন,
বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে— যেখানে প্রত্যেকে নিজের ভোট নিজে দেবে, জনগণের শক্তিতেই পরিবর্তন আসবে। আমরা দেখেছি, তারেক রহমান নির্বাসিত জীবনেও আন্দোলন চালিয়ে গেছেন। তিনি শুধু একটি নাম নন—তিনি একটি ইতিহাস, একটি সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের বিশ্বাসের প্রতীক।”
তিনি আরও বলেন,
বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, তার প্রতিফলন রয়েছে তারেক রহমানের ৩১ দফার মধ্যেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। জনগণের অধিকার রক্ষাই হবে আমাদের অঙ্গীকার।”
তিনি জানান, বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে চায়— রাস্তা-ঘাট মেরামত থেকে শুরু করে দেশের বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পর্যন্ত সব অসমাপ্ত কাজ শেষ করবে দলটি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন,
সরকার বিভিন্নভাবে নির্বাচনে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা আন্দোলনের মানুষ, আমরা জানি কীভাবে জনগণের ভোটের অধিকার আদায় করতে হয়। যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আদায় করব ইনশাল্লাহ।”
সভা শেষে শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার পায়রাচত্তরে গিয়ে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।






















